৩ নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনীর প্রতিনিধি: ফুলগাজী থেকে বৃহস্পতিবার রাতে উপজেলার হাড়িপুস্করনী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন- নেজস্লে চি নেডু নওয়াকুরি, লুটান্না সামিউল এনাকেউ, সানডে ইবোনাদি ইডোন।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় খেজুরিয়া বিওপির টহলদল। রাত সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ২১৮১/৫-এস এর কাছে (শূন্য লাইনে) ফেনীর ফুলগাজী উপজেলার হাড়িপুস্করনী নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের তিনজন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ ডলার, ১৩ হাজার ভারতীয় রুপি, একটি ল্যাপটপ, একটি স্যামসাং জে সেভেন মোবাইল, একটি অপ্পো মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকদের সঙ্গে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। দুই নাইজেরিয়ান তাদের মূল পাসপোর্ট দেখাতে পারেননি। পরে আটককৃতদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া