চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার রাতে উথলী বাজার এলাকার থেকে মিতুল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ২৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তার মিতুল হোসেন (৩৫) কুষ্টিয়া জেলার মিরপুর থানার আহম্মদপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার উথলী বাজার এলাকায় মাদকবিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করে ২৭২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিতুল হোসেনকে গ্রেপ্তার করেন।
এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি অপারেশন এমএম সেলিম বলেন,মাদক চোরাকারবারি মিতুলের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।
আইএনবি/বিভূঁইয়া