২৬ মাস ভারতে কারাভোগের পর দেশে ফিরলো রাখাল

লালমনিরহাট প্রতিনিধি : নুরুজ্জামান মিয়া(৩৫) নামে এক গরুর রাখাল ভারতীয় কারাগারে ২৬ মাস সাজা ভোগ করে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে দেশে ফিরেন ।

বুধবার (১১ মার্চ) দুপুরে ভারতীয় পুলিশ পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।

দেশে ফেরত গরুর রাখাল নুরুজ্জামান মিয়া পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী গ্রামের মফুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম উপজেলার একটি সীমান্ত হয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করে গরু আনতে যায় নুরুজ্জামান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে ভারতীয় পুলিশ মাধ্যমে আদালতে সোপর্দ করে। অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় আদালত তাকে ২৬ মাসের কারাদণ্ড দেন।
অবশেষে ভারতের জলপাইগুড়ি কারাগারে সাজাভোগ করে বুধবার (১১ মার্চ) ভারতীয় পুলিশ বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে নুরুজ্জামানকে হস্তান্তর করেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুড়িমারী স্থরবন্দরের ইমিগ্রেশনের পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক(এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশে ফেরত নুরুজ্জামানকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া