আইএনবি নিউজ: আগামী ৪ জুলাই (শনিবার) সকাল ৬টা থেকে ২৫ জুলাই শনিবার পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে দক্ষিণ সিটির নগরভবনে লকডাউন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভা শেষে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি জানান, লকডাউনের সময় ওয়ারীর দুটি পথ ছাড়া সবই বন্ধ থাকবে। ওষুধের দোকান বাদে অন্য সকল দোকান বন্ধ থাকবে। এছাড়া ই-কমার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাসিন্দাদের কাছে নিত্যপণ্য সরবরাহ করার কথাও জানান তাপস।
তাপস আরও বলেন, খোলা দুটি পথে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে। নমুনা সংগ্রহ করার জন্য সেখানে বুথ থাকবে এবং সিটি করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতালে আক্রান্তদের জন্য আইসোলেশন কেন্দ্র স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, ওয়ারী এলাকায় সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহের জন্য মিনাবাজার ও স্বপ্নসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করা হবে।
আর স্বাস্থ্য অধিদফতর থেকে যেসব এসওপি দেওয়া হয়েছে সেগুলো যথাযথভাবে পালন করা হবে।
আইএনবি/বি.ভূঁইয়া