হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধিঃ রংপুরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি শাহ পরানকে (২৮) দীর্ঘ ১২ ঘণ্টা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর তাকে গ্রেফতার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গরু চুরির মামলায় গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী রাতেই তাকে নিয়ে তিস্তা নদীর বড়বিল চরে গরু উদ্ধারে যায় পুলিশ।

ঘন কুয়াশার মধ্যে আসামি শাহ পরান কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকায় চিরুনি অভিযান চালায়। পরে দুপুর ২টার দিকে গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের চৌধুরীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি শাহ পরান গঙ্গাচড়া উপজেলার গান্নারপাড় এলাকার আমিনুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে গরু চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রয়েছে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া