বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় পাথরঘাটা উপজেলা বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকায় রোববার ২০মণ হরিণের মাংসসহ একজনকে আটক এবং একটি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করেছে কোস্টগার্ড।
আটককৃত ব্যক্তি পাথরঘাটা উপজেলার চরদিয়ানি বাজার এলাকার বাসিন্দাএবং তার নাম আবদুস সোবাহান।
পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড কমান্ডার লে.বিশ্বজিৎ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধারকৃত মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। জব্দ করা ইঞ্জিনচালিত নৌকাসহ সোবাহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানিয়েছেন, হরিণের মাংসসহ একজনকে আটক করার বিষয়টি কোস্টগার্ডের পক্ষ থেকে তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ এখন পর্যন্ত থানায় হয়নি।
আইএনবি/বিভূঁইয়া