হত্যার ৪দিন পর শিশুর মর‌দেহ উদ্ধার

ঠাকুরগাঁও‌ প্রতিনিধি: ঠাকুরগাঁও‌য়ে চতুর্থ শ্রেণীর এক শিশু‌ কে হত্যা করে বার্থরু‌মে মা‌টিচাপা দেয়ার ৪দিন পর মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ । এ ঘটনায় জ‌ড়িত থাকা স‌ন্দে‌হে পু‌লিশ রিয়াজ মাহমুদ কানন নামে নবম শ্রেণীর এক ছাত্র‌কে আটক ক‌রেছে।

শুক্রবার দিবাগত রা‌তে শহ‌রের গোয়ালপাড়া মহল্লায় আটক কান‌নের দেয়া তথ্যম‌তে পু‌লিশ শিশু‌টির লাশ তার বাড়ী থেকে উদ্ধার ক‌রে।

স্থানীয় ও পু‌লিশ সু‌ত্রে জানা‌গে‌ছে,‌ নিহত শিশু‌টি প্রায় সময় আটককৃত কান‌নের বাসায় খেলাধুলা কর‌তে যে‌তো। হঠাত ক‌রে গত ১৫ ন‌ভেম্বর শিশু‌টি নি‌খোঁজ হ‌য়ে যায়। নি‌খোঁজের পর শিশু‌টি‌কে পাওয়া না গে‌লে প‌রের দিন শিশু‌টির বাবা ঠাকুরগাঁও সদর থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। এদি‌কে ঘাতক কান‌নের অস্বাভা‌বিক আচর‌ণ স‌ন্দেহ হ‌লে তা‌কে পু‌লি‌শের কা‌ছে নি‌য়ে যাওয়া হয়।

কান‌নের দেয়া তথ্যম‌তে পু‌লিশ শিশু‌টির লাশ বাথরুমের মা‌টি খুঁ‌ড়ে উদ্ধার ক‌রে। আটককৃত রিয়াজ মাহমুদ কানন গোয়ালপাড়া মহল্লার ইয়াসীন হা‌বি‌বের ছে‌লে, সে ঠাকুরগাঁও বালক উচ্চ‌বিদ্যাল‌য়ের নবম শ্রেণির ছাত্র। তবে কি কারনে শিশুটিকে হত্যা তরা হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।

আইএনবি/বিভূঁইয়া