আইএনবি নিউজ: বৃহস্পতিবার ই- মেইলে এ নোটিশ প্রেরণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ জে. আর. খান (রবিন)।
করোনায় মানুষের স্বাস্থ্যগত বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগ তোলে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগ চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।
রবিন বলেন, ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাসহ ৩ হাজার ৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যে ১১০ জন মৃত্যু বরন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংলিষ্ট ব্যক্তিবর্গ যথাযথ প্রদক্ষেপ নিতে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন। তাই নোটিশ পাওয়ার পর দ্রুত ডিজিকে পদত্যাগ করতে বলা হয়।
নোটিশের অনুলিপি জন প্রশাসন, অর্থ ও স্বাস্থ্য মন্ত্রালয়ের সচিব বরাবর ও প্রেরণ করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া