স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ৫হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

টেকনাফ(কক্সবাজার) : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এজাহার মিয়াকে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ|

গ্রেপ্তারকৃত ব্যাক্তি সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়ার মৃত ওমর মিয়ার ছেলে এজাহার মিয়া(৪৫)। সে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন,এজাহার মিয়া উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবার তালিকায় তার নাম রয়েছে।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)প্রদীপ কুমার দাশ এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ।

ওসি বলেন,মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৫হাজার ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা এজাহার মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে বুধবার বিকেলে কক্সবাজার আদালতের পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া