আইএনবি নিউজ:পারিবারিক কারণে স্ত্রীর সাথে অভিমান করে কুড়িগ্রামের উলিপুরে স্বামী আত্মহত্যা করেছেন। শনিবার তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রামকৃষ্ণ চন্দ্র (৩৫) উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পূর্ব আঠারোপাইকা গ্রামের মনোরঞ্জণ চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, শনিবার সকাল ৯টার দিকে রামকৃষ্ণ চন্দ্রের সাথে তার স্ত্রী পূর্ণিমা রাণী ও বাবা মনোরঞ্জণ চন্দ্র বর্মনের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। স্ত্রী পূর্ণিমা সবার সামনে তার স্বামী মনোরঞ্জনকে কটুক্তি করেন। ঘটনার কিছুক্ষণ পর স্ত্রীর সাথে অভিমান করে সবার অগোচরে মনোরঞ্জন তার শোবার ঘরের পাশে গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে এলাকাবাসী ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে তার স্বজনরা এসে ঝুলন্ত লাশ নামান।এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ সৎকারের অনুমতি দেয়।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক মান অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ না থাকায় তার লাশ দাহ করার অনুমতি দেয়া হয়।
আইএনবি/বি.ভূঁইয়া