সাংবাদিক পরিবারকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জমি দখলের পাঁয়তারা করছে বলে দাবি সেলিম রেজা নামে এক ভূমি দস্যুর বিরুদ্ধে। এছাড়া সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ ও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ ওঠেছে। সাংবাদিক পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক মুরাদ।

সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সেলিম রেজা নামে এক ব্যক্তি সম্প্রতি রাতের আঁধারে তাদের পৈত্রিক জমি (৭৮৬৬ দাগ) দখলের পাঁয়তারা করে। এ সময় সাংবাদিক মুরাদকে বিভিন্ন হুমকি দেয়। গত ১৩ ফেব্রুয়ারী ভূমি দস্যু সেলিম রেজা তার স্ত্রী রুমা সুলতানাকে বাদি করে তাদের বসতঘর ভাঙচুর, লুটপাট ও মারধরের মিথ্যা অভিযোগে এনে মামলা দায়ের করে।

সাংবাদিক মুরাদ দাবি করেন, আমাদের পৈত্রিক ওই জমিটি জোরপূর্বক দখলে নিতে সেলিম রেজা তার স্ত্রীকে দিয়ে মামলা সাজিয়েছে। তারা উক্ত জমিতে রাতের আঁধারে ঘর তোলার চেষ্টা করে।

এলাকায় অভিযোগ রয়েছে, সেলিম রেজা একজন ভূমি দস্যু। এর আগেও ওই এলাকার বিভিন্ন জনের সাথে জমি নিয়ে নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। জাল কাগজপত্র তৈরী করে জমি দখল কারার চেষ্টায় থাকেন চিহিৃত এ ভূমি দস্যু।

আইএনবি/বিভূঁইয়া