শরীয়তপুর প্রতিনিধি
সর্ব ইউরােপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক এম এ গণি করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । বুধবার ১০ ফেব্রুয়ারী ভাের রাতে লন্ডনের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মুজিবাদর্শের আজন্ম সৈনিক বর্ষীয়ান নেতা এম এ গণি অকাল মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী।
এক শোক বার্তায় ইতালী আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী বলেন, মুজিবাদর্শের আজন্ম সৈনিক বর্ষীয়ান নেতা ইউরােপিয়ান আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় এম এ গণি ভাইয়ের অকাল মৃত্যুতে গভীর শােক প্রকাশ করছি ও তার শােকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি । মহান রাব্বল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন । আমিন।