শেরপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি:শেরপুর উপজেলার দক্ষিণ দাড়িয়ারপাড়া এলাকায় বুধবার মধ্যরাতে এ ঝিনাইগাতীতে সেলিনা খাতুন নামে এক ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী । এ ঘটনায় তার এক মেয়ে আহত হয়েছে বলে ও জানাযায় । বৃহস্পতিবার সকালে স্বামী আলী বাতাসাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইগাতী থানার ওসি ওয়াহিদুজ্জমান জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন আলী বাতাসা, স্ত্রী সেলিনা খাতুন ও তাদের এক মেয়ে। মধ্যরাতে সবাই ঘুমিয়ে গেলে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন স্বামী বাতাসা। এ সময় দা’র আঘাতে আহত হয় তার মেয়েও। পরে স্থানীয় লোকজন বাতাসাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়।

তিনি আরো জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া