লালমনিরহাট প্রতিনিধি: আদিতমারী উপজেলার ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষিকা শামছুন নাহারের ডাস্টারের মারে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে ১৯ নম্বর বেডে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতাল ও আহত শিক্ষার্থী জানায়, ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী পুর্ব ভেলাবাড়ি গ্রামের রাইচমিল শ্রমিক আলতাব হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুনের কাছে তার এক বন্ধু ২০ টাকা হাওলাত নিয়ে দিতে গড়িমসি করে। এ নিয়ে সোমবার ক্লাসে দুই বন্ধুর মাঝে কথা কাটা কাটি হয়। এ সময় সহকারী শিক্ষিকা শামছুন নাহার ক্লাসে প্রবেশ করে। বিস্তারিত না শুনে রাগান্বিত হয়ে হাতে থাকা ডাস্টার দিয়ে মামুনকে এলোপাতারী মারপিট করেন। এতে একপর্যায়ে তার ঠোঁট ফেঁটে রক্ত ঝড়তে শুরু হলে সজ্ঞাহীন হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে সে। পরে সহপাঠিরা মিলে তাকে উদ্ধার করে অফিস কক্ষে প্রাথমিক চিকিৎসা দিলে অর্ধঘন্টা পরে জ্ঞান ফিরে আসে মামুনের।
এ ঘটনার দায় এড়াতে আহত শিক্ষার্থীর বাড়িতে ফোন করে তাকে নিয়ে যেতে বলা হলে তারা আহত মামুনকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি বেগতিক দেখে শিক্ষিকা শামছুন নাহার ওই শিক্ষার্থীর আচরন খারাপ ও তাকে যৌনহায়রানী করা হয় বলে অভিযোগ তুলে শিক্ষকদের কাছে নালিশ করেন।
এ নিয়ে প্রধান শিক্ষকসহ শিক্ষকরা বৈঠক করে উল্টো আহত শিক্ষার্থী মামুনকে লাল টিসি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিভাবকদের দাবি।
আইএনিব/বিভূঁইয়া