শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে নতুন আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭ জন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের ৪০ বাড়ি লকডাউন করা হয়েছে।
ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের ৭ জন করেনা পজিটিভ এর মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছে। শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের ধামসী গ্রামে ১ জন করোনা পজিটিভ এসেছে । আক্রান্তদের মধ্যে একজন নারী। ১০ থেকে ১৫ বছর বয়সের দুইজন, ৩০ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে তিনজন, ৪৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে তিনজন। আক্রান্তরা সবাই ঢাকা, নারায়ণগঞ্জ থেকে এসেছে। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা ৪৭ জন। এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৯৮৩ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৮২১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। আক্রান্তর সংখ্যা সদর উপজেলায় ১০ জন,জাজিরা ৭ জন, নড়িয়া ১১ জন, ভেদরগঞ্জ ২ জন, গোসাইরহাট ২ জন ও ডামুড্যা ১৫ জন।
শরীয়তপুর স্বাস্থ্য প্রশাসন, করোনা কন্ট্রোল রুম ফোকাল পার্সন ও মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোঃ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।