ল্যাপটপের ভেতর থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলার মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ল্যাপটপের ভেতর হতে ৭০০পিস ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি’র বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করার সময় ইয়াবাসহ মো. মানিক মিয়া(৩৮)’ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া