আইএনবি নিউজ: র্যাব-৪ এর অভিযানে রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পৃথক দুইটি অভিযান চালিয়ে র্যাব-৪ রাজধানী ও সাতক্ষীরার শ্যামনগর থেকে ৬ জঙ্গিকে গ্রেফতার করেছে। বেলা সাড়ে ১১ টায় কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
আইএনবি/বিভূঁইয়া