রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে ওই যুবককে অজ্ঞাত ব্যক্তিরা হাসপাতালে রেখে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। নিহত ওই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। দুই পা পিটিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। মুখ এবং শরীর বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন আছে। বেদম নির্যাতন চালিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে।

মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, নিহত যুবকের পরিচয় জানতে পুলিশ কাজ করছে। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত সেটিও উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে।

আইএনবি/বিভূঁইয়া