রাজশাহীতে পাঁচ দিনব্যাপী এসএমই মেলা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে পাঁচ দিনব্যাপী ‘মাইডাস এসএমই মেলা-২০২০’ শুরু হয়েছে। নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগর ভবনের গ্রীণপ্লাজায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, মাইডাসের ম্যানেজিং ডাইরেক্টর ড. এএসএম মশিউর রহমান প্রমুখ।

আয়োজক সূত্রে জানা গেছে, নতুন উদ্যোক্তা সৃষ্টি, নারীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন শেষে উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টির মধ্যে দিয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এ মেলার উদ্দেশ্য বলে জানান ।

আইএনবি/বিভূঁইয়া