রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে প্রবাসীর স্ত্রী জলি আক্তারের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জলি সিঙ্গাপুর প্রবাসী মো. জহিরুল ইসলামের স্ত্রী।
আজ রবিবার সকালে পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে নিজ শোবার ঘরে প্রবেশ করেন জলি আক্তার। পরের দিন সকালে তার শ্বাশুড়ি ডাকতে গিয়ে কোন সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন তিনি। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় জলির মরদেহ দেখতে পায়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল রহমান বলেন, মরদহেটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আইএনবি/বিভূঁইয়া