রাজধানীতে যুবলীগের খাদ্য সামগ্রি বিতরণ অব্যাহত
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাঁশে শুরু থেকেই দাঁড়িয়েছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুবলীগ। ভাইরাসটির প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। কেন্দ্রের নির্দেশনায় সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা বিনামূল্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন সামগ্রী বিতরণ করছে। ২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউন শুরুর পর হতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সারাদেশে জেলা-উপজেলা ও মহানগর নেতারা প্রতিরোধ সামগ্রীর সঙ্গে খাদ্য সামগ্রী বিতরণ করছে।
রাজধানীতে প্রতিদিনই কেন্দ্রীয় যুবলীগের পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর যুবলীগ ত্রান সহায়তা অব্যাহত রেখেছেন। যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকন মাইনুল হোসেন খান নিখিল অসুস্থ হয়ে কয়েকদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাবার পর কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রি নিয়ে মাঠে নেমেছে তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্লবীর মল্লিকা হাউজিং এলাকায় ৩৬ শ’ অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রি ( চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু, সাবান) বিতরণ করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ঐ এলাকায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ ত্রান সহায়তা অব্যাহত থাকবে ।
এসময় যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। এ অবস্থায় যুবলীগ বসে থাকতে পারে না। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে সারাদেশে যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবলীগ মাঠে থাকবে।
এদিকে, রাজধানীতে অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা নিশ্চিতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেবার ঘোষণা দিয়েছে যুবলীগ। আজ বৃহস্পতিবার যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এক যুক্ত বিবৃতিতে এ ঘোষণা দেন।