নিজস্ব রিপোর্টার: ঢাকার টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে বুধবার (২০ নভেম্বর) বিকেল ৬টা ১৭ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এরই মধ্যে বেশ কিছু দোকানে আগুন ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দোতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখানে কাপড়ের দোকান থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন তারা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত টিনশেড রাজধানী সুপার মার্কেট ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে পোশাক, প্রসাধন সামগ্রী, নিত্যপণ্য, জুয়েলারিসহ বিভিন্ন রকমের সামগ্রীর দোকান রয়েছে।
জানা যায়, পোশাক, প্রসাধন সামগ্রী, নিত্যপণ্য, জুয়েলারিসহ বিভিন্ন রকমের সামগ্রীর দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী জানান, আমরা আগুন দেখে দ্রুত নেমে আসি। এসময় ফায়ারসার্ভিসকে ফোন দেওয়া হয়, তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন বাইরে থেকে দেখা যাচ্ছে না। বাইরে থেকে শুধু ধোয়া দেখা যাচ্ছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে মূলত আগুন লাগার সঠিক কারন জানা যায়নি।
আইএনবি/বিভূঁইয়া