নিজস্ব প্রতিবেদক
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের দাদী মরহুমা শেখ আছিয়া বেগম ও শশুর প্রফেসর মরহুম আবু সাঈদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) বাদ মাগরিব মিরপুরস্থ শাহ আলী মাজার মসজিদে বাংলাদেশ যুবলীগের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুমা শেখ আছিয়া বেগম ও প্রফেসর মরহুম আবু সাঈদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি হাজী জলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহম্মেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল , ঢাকা মহানগর উত্তর যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য এইচএম পাওটারী বাবু, উপ সম্পাদক কাইসুর রহমান সিদ্দিকী সোহাগ, জালাল উদ্দিন, যুবলীগ নেতা উজ্জল মোল্লা, এ্যাড. গোলাম কিবরিয়া, আসাদুজ্জামান আজম, গাজী নুর ইসলাম, আল আমিন, মোজাম্মেল মিশু সহ ঢাকা মহানগর উত্তরের ৮, ৯৩, ১১, ১২, ৯, ১০, ৭ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, মরহুমা আছিয়া বেগম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির মা। ২০০৭ সালের ২৮ জুন মৃত্যুবরণ করেন তিনি।