আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে প্রায় ২ হাজার। এই সংখ্যা নথিভুক্ত হয়েছে জন হফকিনস বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত দেওয়া হিসাব অনুসারে (বুধবার জিএমটি ০০৩০)। ইয়ন, এনডিটিভি, এএফপি
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত উল্লিখিত দুই হাজারসহ ১২,৭২২ জন মারা গেছে। এই মৃত্যুর সংখ্যা ইতালিতে ১৭,১২৭ এবং স্পেন ১৩,৭৯৮ জন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংকটে মঙ্গলাবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-কে দোষারোপ করে বলেছেন, তারা খুব ধীর গতিতে কাজ করেছে।
তিনি প্রশ্ন তুলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিকে প্রতিরোধের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ে জাতিসংঘের পরামর্শ মেনে চলার ত্রæটিপূর্ণ সুপারিশ করেছিল।
তিনি বলেন, ‘তাদের পরামর্শ সঠিক ছিল না। তারা ভাইরাসটিকে বুঝতেই পারেনি। তাদের পরামর্শটা আসা উচিত ছিল আরো এক মাস আগে।’
শুরুর পর্যায়ে ভাইরাসটিকে গুরুত্ব না দেওয়ার জন্য তিনি হুয়ের তীব্র সমালোচনা করেন। তিনিও ধরে নিয়েছিলেন এটা একটা সাধারণ ফ্লু, যা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই আছে। পরে এজন্য জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হয়।
আইএনবি/বিভূঁইয়া