মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পুলিশ ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারদের মধ্যে (নিয়মিত মামলা) মাদক মামলায় ৫ জন, পুরোনো মামলায় ৩ জন ও আদালতের পরোয়ানাভুক্ত ৪ আসামি রয়েছে।

মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোলরুম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল থেকে শুক্রবার (৮ নভেম্বর) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামি গ্রেপ্তার করা হয়।

গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ আসামি, মেহেরপুর সদর থানা পুলিশ ৩ জন ও মুজিবনগর থানা পুলিশ ২ জন আসামি গ্রেপ্তার করেছে।

মেহেরপুর আব্দুল করীম জানান, মেহেরপুর সদর, গাংনী, মুজিবনগর ও জেলা গোয়েন্দা পুলিশের পৃথক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের শুক্রবার আদালতে নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া