সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর কুসুমপুর গ্রামে চার বছরের এক শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে শিশুটিকে সিরাজদিখান থানা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা হয়।
শনিবার সন্ধ্যায় এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়েছে।
জানা যায়, অভিযোগ ওঠা ব্যক্তির বয়স ৫২ বছর। তার বাড়িও একই এলাকায়। তারা পরস্পর প্রতিবেশী। শিশুটির মা জানান, ‘গত বৃহস্পতিবার সকালে মেয়েকে বাড়িতে রেখে আমি অন্য বাড়িতে যাই। তখন আমার মেয়ে খেলতে খেলতে প্রতিবেশীর বাড়িতে যায়। সে সময় প্রতিবেশী আমার মেয়েকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। দুপুরের দিকে বাড়িতে এলে মেয়ে আমাকে বলে তাকে ব্যথা দিছে। তবে সে কিছুই গুছিয়ে বলতে পারছিল না। পর দিন আমরা মেয়েকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রিজাউল হক বলেন, ‘খবর পাই একটি শিশু শ্লীলতাহানির (ধর্ষণের) অভিযোগ নিয়ে থানায় এসেছে। আমরা তার মা-বাবাকে ডেকে এনে শনিবার থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা নিয়েছি। মামলার বাদি হয়েছেন মেয়ের মা।
আইএনবি/বি.ভূঁইয়া