মির্জাপুরে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা বৈরাম খানের লেবু বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাফর্তা গ্রামের সেলিম খানের ছেলে মো. রাকিব খান (২৪) ও লালমনিহার জেলার কালিগঞ্জ উপজেলার পাখাতি গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (৩৭)।

মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে রাতে বৈরাম খানের লেবু বাগানে অভিযান চালায় তারা। এসময় পুলিশকে দেখে গ্রেফতার বাদশা মিয়া ও রাকিব খান দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। এসময় বাজারের ব্যাগে ভর্তি ৯৪বোতল ফেন্সিডিলসহ তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মির্জাপুর থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, মঙ্গলবার গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানোয় হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া