আইএনবি নিউজ: রোববার সকালে মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনে তাহসিন ফ্যাশন ও রূপকথা ফ্যাশনের প্রায় চার শতাধিক শ্রমিক এই বিক্ষোভ করেন। এ সময় রাস্তার একপাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশের আশ্বাসে ২৮ এপিল পর্যন্ত আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা।
দুই মাসের বেতন বকেয়া থাকলেও মালিক প্রত্যেক শ্রমিককে মাত্র দুই হাজার টাকার বেশি এই মুহূর্তে দেবেন না বলে শ্রমিকদের জানানো হয়।
তাহসিন ফ্যাশনের শ্রমিক উজ্জ্বল বলেন, লকডাউনের পর কারখানা বন্ধ করে দেন মালিক। এই কারখানায় ২২০ জন শ্রমিক কাজ করেন। সবারই দুই মাসের বেতন-ভাতা বাকি পড়েছে। আমরা কীভাবে বাঁচবো। বাসা ভাড়া দিতে পারছি না, বাজার করতে পারছি না। কিন্তু মালিক কোনো কিছু জানান না। তারা সরাসরি জানান, বেতন এখন দিতে পারবেন না। আমরা উপায় না পেয়ে রাস্তায় নেমেছি। মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। পরে পুলিশ মালিকের ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন। তারা আমাদের সবাইকে দুই হাজার করে টাকা দিতে চান। আমরা বলেছি, দুই হাজার টাকা নেবো না। তখন তিনি এই মুহূর্তে বেতন দিতে পারবেন না বলে জানিয়ে দেন। আমরা পুলিশের কথায় ২৮ এপ্রিল পর্যন্ত আন্দোলন স্থগিত করেছি। তবে বেতন-ভাতা পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
তিনি বলেন, আমাদের বিষয় বিজিএমইএকে জানিয়েছে পুলিশ। দেখি এখন কী হয়। শুনছি, মালিক আর কারখানা খুলবেন না। আমাদের পাওনা না দিয়ে কীভাবে তিনি কারখানা বন্ধ করেন?
রূপকথা ফ্যাশনের শ্রমিক সজল বলেন, কারখানায় প্রায় আড়াইশ জন শ্রমিক কাজ করি। একমাসের বেতন বকেয়া রয়েছে। কবে দেবে তার কোনো নিশ্চয়তা পাচ্ছি না।
হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ জানান, পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে কারখানা মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। পরে বিজিএমইএকে ব্যাপারটি জানানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া