প্রযুক্তি ডেস্ক: আগামী প্রজন্মের এমন একটি রকেটের ডামি উন্মোচন করেছে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স। এর মাধ্যমে মানুষকে চাঁদ এবং মঙ্গলে পাঠানোর ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হলো।
ইস্পাতের তৈরি রকেটটি একত্রে ৭২ জন মানুষ বহনে সক্ষম। এর উচ্চতা ৩৮৭ ফুট এবং এর নিচে আছে অত্যাধুনিক তিনটি র্যাপ্টর ইঞ্জিন। তবে মহাকাশে যাত্রা করার সময় এতে থাকবে ছয়টি র্যাপ্টর। উপরে আর নিচে থাকবে চারটি পাখা।
সোমবার টেক্সাসের প্রত্যন্ত অঞ্চলের বোকাচিকায় রকেট উন্মোচন অনুষ্ঠানে স্পেস এক্স এর প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেন, আগামী ৬ মাসের মধ্যেই রকেটটি কক্ষপথে রকেট পাঠানো হবে। এছাড়া ১ বছরের মধ্যে এর সাহায্যে মানুষকে মহাশূন্যে পাঠানো সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আমাদেরকে মহাকাশ সভ্যতার সাথে পরিচিত হতে হলে বিমান ভ্রমণের মতোই মহাকাশ ভ্রমণে অভ্যস্ত হতে হবে। এসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সামনে চাঁদ এবং মঙ্গল গ্রহে স্পেস এক্সের তৈরি মহাকাশযানের অবতরণ সম্পর্কিত একটি এনিমেশন দেখানো হয়।
আইএনবি/বিভূঁইয়া