মাধবদীতে অংশ নিবেন আল্লামা শাহ আহমদ শফী

নরসিংদী প্রতিনিধি: বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বেফাক ও তানযীমে নরসিংদী জেলার শীর্ষ মেধাবীদের সংবর্ধনা ও ইসলামী সম্মেলনে অংশ নিতে মাধবদীতে আসছেন ।

তিনি বৃস্পতিবার মাধবদী এস.পি (সতী প্রসন্ন) ইনস্টিটিউশন এর খেলার মাঠে আহলে সুন্নত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ মাধবদী শাখার আয়োজনে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বাদ জোহর প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বলে জানান আয়োজকরা।

মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিকএর সভাপতিত্বে নরসিংদী ইতিহাসের এই প্রথম কোন ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতি শেষে বিশাল মঞ্চ অপেক্ষা করছে দেশের খ্যাতিমান ওলামাগণদের জন্য।

আইএনবি/বিভূঁইয়া