মাজেদের ফাঁসির রায় যেকোনো সময় কার্যকর করা হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

আইএনবি নিউজ: বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন আব্দুল মাজেদ।

বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন। এখন আর তার ফাঁসির রায় কার্যকরে কোনো বাধা থাকলো না।

এদিকে ফাঁসি কার্যকরের সব ধরনের প্রস্তুতি রয়েছে কারা কর্তৃপক্ষের। তারা বলছেন, নির্দেশ পেলেই যেকোনো মুহূর্তে ফাঁসি কার্যকর করা হবে। এর আগে মৃত্যুর পরোয়ানা হাতে পেয়ে পড়ে শোনানোর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান আব্দুল মাজেদ।

আইএনবি/বিভূঁইয়া