ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল গুড় কারখানার মালিকের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধ: বৃহস্পতিবার পাংশা উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে রাজবাড়ীর পাংশার মৈশালা বাসস্ট্যান্ডের পাশের একটি ভেজাল গুড় তৈরীর কারখানায় মালিক মাধব কুমার পাল (২৮) কে ১ মাসের বিনাশ্রম কারাণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও অভিযানকালে আখের ও খেজুরের ৩৫ মণ ভেজাল গুড়সহ ক্ষতিকর রং, ফিটকিরি, চিটাগুড়, চিনি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম বলেন, ওই কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরী করা হচ্ছিল। এর আগেও একবার অভিযান চালিয়ে ২৫০ মণ ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করাসহ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

আইএনবি/বিভূঁইয়া