ভেড়ামারায় কোচিং সেন্টার চালু রাখার দায়ে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: সোমবার (১৫ জুন) সকালে ৭টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ অভিযান পরিচালনা করে একটি কোচিং সেন্টার চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে রাশেদুল ইসলাম নামে এক কোচিং সেন্টারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাশেদুল ইসলাম উপজেলার গোলাপনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

ইউএনও সোহেল মারুফ জানান, সরকারি নির্দেশনা না মেনে উপজেলার গোলাপনগর বাজারে কোচিং সেন্টার চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে রাশেদুল টিচিং হোম এর মালিক রাশেদুল ইসলামকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণের ও নির্মূল) আইন, ২০১৮ মতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও মুখে মাস্ক ব্যবহার না কারণে তিনজনকে ৭০০ টাকা জরিমানা করা হয়।

আইএনবি/বি.ভূঁইয়া