ভেঙে পড়েছেন পপ গায়িকা সুইফট!

বিনোদন ডেস্ক: গণমাধ্যমে শিরোনামে ছয় বছরের প্রেমের বিচ্ছেদ আসার পাশাপাশি রীতিমতো মন খারাপ আমেরিকান টেইলর সুইফটের।

সম্প্রতি প্রেমিক ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন। তাই বর্তমানে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন গায়িকা। যার প্রমাণ পাওয়া গেল ইরাস সফরে গানের মঞ্চে।

নিজের হিট গান ‘শ্যাম্পেন প্রবলেমস’ গাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন টেইলর। কনসার্টের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যায়, ‘শ্যাম্পেন প্রবলেমস’ গানটির একটি বিশেষ মুহূর্ত আবেগাপ্লুত হয়ে পড়েন গায়িকা। ‘আমি কখনোই প্রস্তুত ছিলাম না তাই তোমাকে যেতে দেখি’ লাইনটি গাওয়ার সময়ই মঞ্চে কেঁদে ফেলেন সুইফট।

স্বেচ্ছায় নিজেদের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন টেইলর-অ্যালউইন। তবে দু’জনে মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। টেইলর এবং জো ২০১৬ সাল থেকে গোপনে ডেটিং শুরু করেন। সম্পর্কের শুরুর দিকে লন্ডনে খুব গোপনেই দেখা করতেন দু’জন। এরপর ধীরে ধীরে প্রকাশ্যে আসেন। অন্যদিকে জো অ্যালউইনের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে আরেক ব্রিটিশ অভিনেতা টম হিডেলস্টোনের সঙ্গে তিন মাস ডেটিং করেন টেইলর।

আইএনবি/বিভূঁইয়া