আইএনবি নিউজ: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডেনে আসতে পারেন। ভারতের ক্রিকেট বোর্ড সিএবি’র তরফ থেকে আমন্ত্রণপত্র তাদের কাছে পৌঁছে গেছে বলে জানা যায়। আগামী ২৬ নভেম্বর ইডেনে টেস্ট খেলবে দু’দেশ।
বাংলাদেশ এই প্রথম ইডেনে টেস্ট খেলবে। তাই সাজসাজ রব সিএবিতে। ভারতের কিক্রেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি ২৩ অক্টোবর তার দায়িত্ব বুঝে নিবেন। সিএবি আশা করছে, মোদি ও হাসিনা হয়ত ইডেনে টেস্ট দেখতে আসার ব্যাপারে চূড়ান্ত সম্মতি খুব শীঘ্রই জানিয়ে দেবেন। দু’দেশের প্রধানমন্ত্রীকে সৌরভ স্বয়ং নাকি অনুরোধ করেছেন । এর আগে ২০১৬ সালে টি২০ বিশ্বকাপে ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচে অমিতাভ বচ্চন জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। ভারত ও পাকিস্তানের প্রাক্তন তারকারা ছিলেন হাজির। এসেছিলেন অধুনা পাক প্রধানমন্ত্রী ইমরান খান। যা সম্ভব হয়েছিল সৌরভের জন্য।
২০১১ সালে মোহালিতে ভারত–-পাকিস্তান বিশ্বকাপ সেমিফাইনালে হাজির ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের ইউসুফ রাজা গিলানি। ফের ইডেনে দেখা যেতে পারে এক দৃশ্য। হাজির থাকার সম্ভাবনা রয়েছে মোদি হাসিনার।
সূত্র:আজকাল
আইএনবি/বিভূঁইয়া