বিনোদন প্রতিবেদক
অনেকটা ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় বাউল শিল্পী রেহেনা সরকার। টিভি, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার গানের চাহিদা বেড়েই চলেছে। হারিয়ে যাওয়া বাউল সঙ্গীত নতুন উদ্যমে ফিরে আসতে শুরু করেছে এ শিল্পীর কণ্ঠে। বাউল গান প্রেমিদের পাশাপাশি সাধারণ শ্রোতারাও রেহেনা সরকারের গান পছন্ন করছেন।
রেহেনা সরকার দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে মঞ্চে এবং বিভিন্ন কনসার্টে বাউলগান করেন। গ্রামাঞ্চলে তার গানের বিশাল ভক্ত রয়েছে। বাজারে তার সুরেলা কণ্ঠের ভিডিও সিডি রয়েছে অনেক।
জানতে চাইলে বাউল শিল্পী রেহেনা সরকার বলেন, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ তার গানের চাহিদা বেড়েই চলেছে। মঞ্চ প্রোগামের জন্য অনেক ব্যস্ততা যাচ্ছে।
উল্লেখ্য, বাউল শিল্পী রেহেনা সরকার বাউল শিল্পী লাল মিয়া বয়ােতির মেয়ে। তার জন্ম মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে। বাবার হাত ধরে ছোটবেলার হতেই বাউল গানে সম্পৃক্ত হন তিনি।