বেনাপোলে সাজাপ্রাপ্ত ১০ আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে বুধবার (১১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বেনাপোল ভবের বেড় গ্রামের কালু মিয়ারবেনাপোল পোর্ট থানা ছেলে মোস্তফা বেপারী, আবুল কালামের ছেলে মুকুল হোসেন, আবু তাহেরের ছেলে টুটুল হোসেন, আশরাফ আলীর মেয়ে মুক্তা বেগম, সাদীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে জলিম হোসেন, বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আলমগীর হোসেন, পুটখালী পশ্চিমপাড়ার গোলাম হোসেনের ছেলে কামরুল, উত্তরপাড়ার মৃত তাহাজ্জত ছেলে জিয়াউর রহমান, গাজীপুর গ্রামের ইলিয়াস খা’র ছেলে মেহেদী হাসান ও দিঘীরপাড় গ্রামের হোসেন আলীর ছেলে শামীনুর রহমান।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান এসব তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামিরা এলাকায় ফিরে আত্মগোপনে রয়েছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

আইএনবি/বিভূঁইয়া