বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ঘটকসহ গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি::লক্ষ্মীপুরের কমলনগরে স্বামী পরিত্যক্ত নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটকসহ দুইজনে মিলে রাতভর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাটারিরহাট ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। অভিযুক্ত নারীর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পাটারিরহাট এলাকার সামছুল হকের ছেলে মো. ছগির (ঘটক) ও একই এলাকার ছায়েদুল হকের ছেলে মো. সুমন।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত নারীর স্বজনরা জনান, শনিবার (২১ নভেম্বর) রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটক পরিচয় দিয়ে ছগির ওই নারীকে বাড়ি থেকে কৌশলে পাটারিরহাট এলাকায় নিয়ে যায়। পরে পাত্র পরিচয়দানকারী সুমনসহ ছগির রাতভর ওই নারীকে ধর্ষণ করে। একপর্যায়ে তারা পালিয়ে যায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে সৌপর্দ করা হবে।

আইএববি/বি.ভূঁইয়া