বিষ খেয়ে তরুণীর ‘আত্মহত্যা’

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে রবিবার বিকেলে আয়শা বেগম (১৭) নামের এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ওই তরুণী উপজেলা পাইলগাঁও ইউনিয়নের বেতাউকা (হাতিয়ে) গ্রামের ঝুনু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে পরিবারের লোকজনের অগোচরে ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে মৃত্যুর কুলে ঢলে পড়ে। পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. নামজুল শাহাদাত জানান, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পূর্বেই মেয়েটি মারা যায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্বজনরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছিলেন তাকে। মেয়েটি ইঁদুরের বিষ খেয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার চৌধুরী বলেন, পরিবারের লোকজন জানিয়েছেন মেয়েটি আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠাবো হবে।

আইএনবি/বিভূঁইয়া