কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউপির ৩ নং ওয়ার্ডকে আনুষ্ঠানিকভাবে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকালে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মো.তাইজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন এ ঘোষনা দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.খোরশেদ আলম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আইএনবি/এম.এ/বিভূঁইয়া