সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বিজয় মিছিলে নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার খোকশাবাড়ি ফকিরতলা ও পৌর এলাকার কাঠেরপুল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনের ছেলে ও মামলার ৬নম্বর আসামি সাব্বির হোসেন (২০) ও একই মামলার অপর আসামি পান্নু বেপারীর ছেলে রতন (২২)।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ থানা ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের এ এসপি স্নিগ্ধ আক্তার এ তথ্য জানান। তিনি আরো জানান, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর ৬নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলামকে হত্যা করে পালিয়ে যায় দুবৃত্ত। পরবর্তীতে নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ পর্যন্ত ১০জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে হত্যা মামলার প্রধান আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, তরিকুল হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হবে।
আইএনবি/বিভূঁইয়া