বার্তা সংস্থা আইএনবি নিয়ে ব্যারিস্টার জাকির আহাম্মদের আবেগি স্ট্যাটাস

 

নিজস্ব প্রতিবেদক

দেশের জনপ্রিয় বার্তা সংস্থা ‘আইএনবি’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগি এক স্ট্যাটাস দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ। ২০০৮ সালেল প্রথম প্রতিনিধি সম্মেলনের একটি ছবিসহ দেয়া ঐ পোস্টে আইএনব ‘কে দেশসেরা প্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

পাঠকের জন্য পোস্টটি তুলে ধরা হলো- আমার কস্টার্জিত অর্থে জিবনের প্রথম প্রতিষ্ঠিত দেশের অন্যতম খ্যাতনামা অনলাইন দৈনিক ও বার্তা সংস্থা “আইএনবি”।

২০০৭ সনে প্রতিষ্ঠা করার পর ২০০৮ সনে প্রথম প্রতিনিধি সম্মলেন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি: ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ভিসি,ঢাবি। ২০১২ সনে অনুষ্ঠিত ২য় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তৎকালীন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বিশেষ অতিথি ছিলেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধূরী এমপি ও তথ্য সচিব হেদায়েত উল্লাহ্ আল্ মামুন প্রমূখ।

আইএনবি’র অনেক সাংবাদিক এখন বাংলাদেশের বহু স্বনামধন্য সংবাদ প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত আছেন। উল্লেখ্য যে,  প্রতিষ্ঠার পর থেকে ১ মিনিটের জন্যও আইএনবি’র কার্যক্রম কখনও থেমে থাকেনি এবং করোনার এ মহামারীতেও আইএনবি’র কার্যক্রম যথারীতি এগিয়ে চলছে। সকলের দোয়া ও সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠানটিকে দেশের সেরা বানাতে চাই ইনশাআল্লাহ্।