আইএনবি ডেস্ক: গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর বাবুবাজারে সরদার মেডিসিন মার্কেটের একটি দোকানে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বাবুবাজারে সরদার মেডিসিন মার্কেটের একটি দোকানের স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া