চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মদিনা আবাসিক এলাকাস্থ চা পাতা কলোনিতে আগুন লাগার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায় আগুনে প্রায় ৭টি ঘর পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লাগতে পারে সে বিষয়ে কোনো কিছু জানায়নি ফায়ার সার্ভিস।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ওই কলোনিতে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করে চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার রবিউল বলেন, চা পাতা কলোনিতে সন্ধ্যার দিকে আগুন লাগে। কিন্তু পথ খুব সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের খুব কষ্ট হয়েছে। আগুনের সুত্রপাত তদন্ত শেষে স্পষ্টভাবে বলা সম্ভব হবে।
আইএনবি/বিভূঁইয়া