বরিশালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে র‍্যাব-৮ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে আটক করেছে । আটককৃতরা হলো, মো. হাফিজুর রহমান রুমি (২২), মো. উজ্জল হাওলাদার (২১), মো. হৃদয় গাজী (২০), মো. আরিফুর রহমান (২০)।

রোববার (৮ মার্চ) দুপুরে বরিশাল র‍্যাব-৮ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের আস্তানায় অভিযান চালিয়ে ছুরি-চাকু, লোহার পাইপ ও ভয় দেখানোর জন্য খেলনা পিস্তল উদ্ধার করা হয়। তাদের বরিশাল মহানগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো বলা হয়েছে, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সদস্যরা বরিশাল কোতোয়ালী মডেল থানায় বিভিন্ন মারামারির মামলার আসামি। এছাড়াও তাদের বিরুদ্ধে মারপিট, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচারের মত বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

সম্প্রতি চক্রটি বরিশালে এক যুবকে পিটিয়ে গুরুতর আহত করে। এ বিষয়ে বরিশাল মহানগরীর কোতোয়ালী থানায় একটি মামলা রুজু করা হয়।

আইএনবি/বিভূঁইয়া