বরিশাল প্রতিনিধি : বরিশালে শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যার পরে মশাল মিছিলের আয়োজন করেন ।
মিছিলটি বিএম কলেজের শহীদ মিনার চত্ত্বর থেকে শুরু হয়ে কলেজের ক্যাম্পাস প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএম কলেজের সাধারণ শিক্ষার্থী মো. নজরুল ইসলাম, খন্দকার রনি, জিয়াউল, ফয়সালসহ অন্যান্যরা।
বক্তারা অনতিবিলম্বে হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তির দাবি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
আইএনবি/বিভূঁইয়া