ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরে সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের উপজেলার হামেরদী নামক স্থানে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহতরা হলো- উপজেলার পূর্বসদরদী গ্রামের আবুল খায়েরের ছেলে সাকিব (১৮) ও নাজিরপুর গ্রামের ছানোয়ার মুন্সীর ছেলে শাহিন মুন্সী(১৮)। তারা ব্রাক্ষণকান্দা হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাকিব ও শাহিন মুন্সী একই মোটরসাইকেলে পুকুরিয়া থেকে ভাঙ্গার দিকে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ফরিদপুরগামী অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
আইএনবি/ বিভূঁইয়া