ফরিদপুর প্রতিনিধি: বুধবার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), মুক্তিযোদ্ধা ও প্রবীণ নেতা অ্যাডভোকেট গোলাম রব্বানি বাবু মৃধা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ পরিবারে অসংখ্য গুণগ্রাহী স্বজন রেখে গেছেন। তিনি ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি মধুখালী উপজেলার মেঘচামী গ্রামে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জাহিদ ব্যাপারী জানান, জানাজা বাদ যোহর ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর আলীপুর কবরস্থানে দাফন করা হবে। এর আগে সকালে তার গ্রামের বাড়ী মধুখালী উপজেলার মেঘচামী মরদেহ নেওয়া হয়। সেখান সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।
আইএনবি/বিভূঁইয়া