আইএনবি ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরের পূর্ব উকিলপাড়ায় প্রেমিকের মোটরসাইকেলে চড়ে দোল উৎসবে রিলস বানানো সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর।
সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সোমবার ২৫ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসবে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, প্রথমে সেই তরুণী মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতাল ও পরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।
খবর পেয়ে তরুণীর পরিবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছুটে এসে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ করেন। পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থল স্বাভাবিক করে এবং সেই তরুণীর বাবা ও ভাইকে গ্রেপ্তার করে।
আইএনবি/বিভূঁইয়া