প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত বাতিল

আইএনবি ডেস্ক:সরকারি প্রাথমিক বিদ্যালয় রোববার (৪ আগস্ট) থেকে খোলার সিদ্ধান্ত থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

প্রাইমারি ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে সারাদেশে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছিল।

আইএনবি/বিভূঁইয়া